তেমন করে দেখা হয়নি তোমায়
দেখেছি যখন কাছ থেকে
এক বুক বেদনা নিয়ে চলে গেলে তখন
ছিঁটে ফোঁটা স্মৃতি রেখে
তখনই যেন বেদনার ঘায়ে জাগালে আমায়
জাগলে সারারাত তুমিও
শব্দ দিয়ে গাঁথলে তোমার শব্দের মালাখানি
ভিজে গেল আজ শুস্ক ভুমিও।
দেখি তুমি ঝুল বারান্দার এক কোণে বসে আছো
থুতনিতে রেখে ঐ কোমল হাত
আমার জন্য মেঘলা দিনেও নিয়ে আসো তুমি
প্রত্যাশা পূর্ণ প্রতিভ প্রভাত।
বিকেলের সোনালী রোদে ভিজে গেছে তোমার চুল
মুখে হাসির মিষ্টি প্রসন্নতা
এটুকু ভেবে আমার সব আনন্দ ছুঁয়ে যায় আকাশ
মুছে যায় তোমার সব বিষন্নতা।
ঐ ঘন ভুরুর রেখা ধরে চলে আমার যত কল্পতরু
শুনতে পাই তোমার উষ্ণ নিশ্বাস
ভাল লাগে যখন দেখি শংকার শুণ্য ডংকাকে পরোয়া না করে
দাঁড়া্ও উঁচু করে মাথা, নিয়ে বিশ্বাস
অবশেষে অন্ধকারের আবর্ত থেকে বেরিয়ে এলে তুমি
ফোটালে ভালোবাসার নীল ফুল
অতীতের সব টুকু হয়ে গেল এখন এক মৃত ইতিহাস
তুমি এলে এবং ভাঙালে ভুল।
Copyright@ Anis Ahmed
February 22, 2019, Maryland