আলো-ছায়া এবং মায়া

শীতের রোদের মতোই প্রত্যাশিত হও তুমি
হিম হয়ে আসা হৃদয়ে আমার
যতটুকু উত্তাপ পাই আমার ঝুল বারান্দায়
জানি সেটুকুই কেবল প্রাপ্তি আমার সরাসরি।
বাকিটুকু তুমি ছড়িয়ে ছিটিয়ে দা্ও উঠোনের দু ধারে
কুড়িয়ে কুড়িযে আনি ঐ ভালোবাসার উষ্ণতাটুকু।
অঞ্জলি-ভরা জলের মতো গড়িয়ে পড়ে অর্ধেকটাই পথে
বাকিটুকু নিয়েই এ আদিখ্যেতা আমার দিবা নিশি।

শীতের রোদের মতোই হারাও তুমি দ্রুত
ধাবমান রাতের চাদরে ঢাকো আলোকিত মুখখানি
তখন তো কেবল স্বপ্নের সিঁড়ি বেয়ে নাগাল খুঁজি তোমার
অন্ধকার বিছানায় আলো হয়ে আসো নীরবেই যেন
বাঁকানো ঠোঁটের ভাঁজে আলতো পরশ , ভালো লাগার শিহরণ
তারপরই স্বপনে বপন করা আশালতার নুয়ে পড়া
বাস্তবতার অন্ধকারে বিলীন হয়ে থাকো তুমি
রাতের দৈর্ঘ্য শেষ হয় না তো আর প্রাতের প্রেমে।

এমনি করেই আসা যা্ওয়া
এমনি করেই হারিয়ে পা্ওয়া ।
এমনি করেই পেয়ে হারানো
হারিয়ে আবার হাত বাড়ানো ।

এই করে কী কাটবে বেলা , আসবে ক্ষণকালের আলো
আবারও কী বলবো তবে অন্ধকারে সব হারালো !
থাকবে কিগো চিরকালই স্বপ্ন কিংবা হয়ে মায়া
আলো ধরতে গিয়ে আমি ধরে ফেলি কেবল ছায়া।

Copyright@ Anis Ahmed
February 19, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *