জিজ্ঞাসা নিরন্তর

[ জালালুদ্দিন রূমির ভাব অবলম্বনে ]

ভাবনার ওজনে নুয়ে পড়ি বার বার আমি
অতঃপর রাতেই ভাবনাগুলো খোলে মুখ ।
কোথায় যে আমার আদিবাস, কোন বিশ্ব থেকে বিচ্যূত
ধার করা ধারণা নিয়ে, জানি একটু-আধুটু কেবল
নিশ্চিত জানি শুধু এটুকুই ভিন দেশের বাশিন্দা আমি
যাত্রা শেষে অতএব প্রত্যাবর্তন সেখানেই ।
এ যেন বৃত্তের পরিধি পরিক্রমা অল্প অল্প করে
তার পর পৌঁছে যা্ওয়া , সেই শুরু অতএব শেষ বিন্দুতে।

জানি, জানি এই মাতলামির সূচনা অন্য কোন পানশালায়
কখনও তাই নিমগ্ন হয়ে থাকি নিজেরই চেতনায়,
কখনও চঞ্চল হয়ে বিক্ষিপ্ত হয়ে যাই ক্ষ্যাপা বাউলের মতো
কে যেন আমায় আটকে রাখে বিশাল কোন খাঁচায়
কখনও ডানা ঝাপ্টে মরি , কখনও চঞ্চু আমার, পালকে লুকোয় মুখ।
এ দৃষ্টিতো নয় আমার জানি, অন্য কেউ দেখে এ চোখে
স্বপ্নও তো আমার নয়, কেউ দেখায় বায়স্কোপের প্রচ্ছায়ায়
অনর্গল বলে যায় কথা, ছড়ায় অসংখ্য খই যত্র-তত্র।

যাত্রী আমি জানি জীবনজুড়ে . উভয় প্রান্তেই কি আমার এ আবাস
আহা যদি এক চুমুক জবাব পানে , পেয়ে যেতাম সবটুকু আভাস।

Copyright@ Anis Ahmed
February 14, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *