প্রচারে সম্প্রচারে সর্বত্রই শুনি
ভালোবাসা , ভালোবাসা
গোলাপ ব্যবসায়ীদের আজ পোয়া বারো
ফেরিওয়লাদের ঝুড়ি ভর্তি ভালোবাসা
রবীন্দ্র সরোবরে আজ প্রেমের বাঁধ ভাঙ্গা জোয়ার
ভালোবাসার মিথুনরা আজ সাঁতার কাটে বেমালুম ।
কর্পোরেট ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে গেল ভালোবাসা
কার্ড বিক্রেতাদের ফন্দিতে ভালোবাসার কাগুজে মেলা
উপহারে উপঢৌকনে ঢাকা এখন উপকরণ ছিল যত প্রেমের
সেলফিতে আবদ্ধ এখন ভালোবাসার অনুভূতিরা সব
যেখানে নিজের প্রাধান্যে পরাস্ত হয়ে যায় প্রেমের পাখিরা আজ
প্রতীকি পর্বে এখন চলে শুধু ভালোবাসা ভালোবাসা খেলা।
পঞ্জিকার পাতায় প্রতিবছর খুঁজি আমি ভালোবাসা
ক্যালেন্ডারের কর্মকান্ডের ব্যস্ততায় কেটে যায় দিন
ভালোবাসার প্রতিশ্রুতির ভীতটা মজবুত হবার পায় না সময়
ঘড়ির কাঁটা হন হন করে দৌড়োয়, হারায় ভালোবাসা ।
ফানুস ওড়াই শত শত, বায়বীয় ভালোবাসা উড়ে যায় ,
উবে যায় হায় ভালোবাসার ঊষ্ণ পরশ খানি ।
ভালোবাসা তুমি মুক্ত হ্ও, পঞ্জিকার পাঁচিল ভেঙ্গে
ভালোবাসা তুমি আজ থেকে বয়ে যাও কাল এবং অনাদিকালে
চাঁদ ও সুরুজের মতো উজ্জ্বল থাকো ভালোবাসা মনের আকাশে
ভালোবাসা , চাইনে দেখতে তোমাকে দিনের শেষে ফ্যাকাশে।
নারী ও পুরুষের ওষ্ঠে থাকো ভালোবাসা , প্রতিটি চুম্বনে চুম্বনে
হৃদয় হোক বিগলিত অন্য এক হৃদয়ে , ভালোবাসা থেকো তুমি উন্মনে।
ভালোবাসা তুমি আরও বড় হও, হয়ে যাও মানবতার অহঙ্কার
ভালোবাসা তুমি চেতনার নিমগ্নতায় থেকো, ভেঙ্গে বাহ্যিক সব অলঙ্কার।
Copyright@ Anis Ahmed
February 12, 2019, Maryland