সেই গাঁদা ফুল
এখনও কি আছে লুকিয়ে
তোমার ঐ বইয়ের ছাপানো পাতায়
এখনও কি বসন্তের ঘ্রাণ পাও
হৃদয়ের গভীর অনুভবে
অনুরণন চলে সরবে, নীরবে ?
সেই বাসন্তী শাড়ি
এখনও কি পরো ফাল্গুনের প্রহরে
কিংবা গাঁদাফুল গাঁথো
মেঘলা চুলের আড়ালে আড়ালে
গাও কী এখনও সেই বাসন্তী গান
অনুভবে যার জাগো তুমি, জাগাও প্রাণ ?
এখনও কী হৃৎ কাননে
ফুটে থাকে থোকা থোকা রঙিন ফুল
সবুজ ঘাসে পা মেলে
এখনও কি বসো তুমি কারও প্রতীক্ষায়
চীনে বাদামওয়ালা এখনও কি চেনে তোমায়
যখন তখন চানাচুরওয়ালা ঝুনঝুনি বাজায় ?
বসন্তকে ঘিরে ঘিরে
এখনও কি নাচে স্বপ্নরা তোমার
এখনও কি পলাশে শিমূলে ভ’রে যায় পাড়ার গাছ
ফোটায় কি এখনও এই বসন্ত ভালোবাসার ফুল
এখনও তুমি কি হেঁটে যাও রাঙা মাটির পথে
থাকো কি এখনও অনড় অটল সেই শপথে ?
সময় কেটে যায় আজও আমার ধূসর স্বপ্নের আড়ালে
পাবো কি তোমায় আমি আজও ফাগুনের দিকে হাত বাড়ালে!
Copyright@ Anis Ahmed
February 12, 2019, Maryland