অল্প স্বল্প গল্প কথায়
কোথায় কোথায় হারিয়েছে মন
পড়ার বইয়ের পাতায় পাতায়
খুঁজেছে সে গোলাপ বন।
অংক খাতায় এঁকেছে সে
প্রেমের পূর্ণ সমীকরণ
ভাগাভাগি বুঝতো না সে
বহুগুণে কেবল গুণন।
যোগ-বিয়োগের হিসেবে তাই
যোগের পক্ষেই যোগাযোগ
একের সঙ্গে এক যোগে
একই থাকে সংযোগ ।
এখন দেখি সবই উল্টো
মিলছে না তো সমীকরণ
ধুসর যেন জগৎটাই আজ
প্রেমের প্রদীপ করলো হরণ ।
যোগাযোগ সব ছিন্ন হলো
বিয়োগেরই জয়জয়কার
গুণগুলো সব দোষের হলো
ভাগাভাগিতে একাকার।
ভাঙ্গছে রোজই মিলন মেলা
বিভেদবাজের যুক্তি দিয়ে
লড়ছে মানুষ অযথাই আজ
দূর্বলেরই শক্তি নিয়ে।
ব্যক্তি কিংবা সমষ্টিতে আজকেতো চাই ভালোবাসা
ছিন্ন হবে নইলে জানি মানবকুলের আদি আশা।
Copyright@ Anis Ahmed
February 11, 2019, Maryland