বিষন্নতার বিষ্টি শুধু

মাকড়সা মন আজকাল
জড়িয়ে পড়ে নিজেরই লালায় লালায়িত জালে
যত মনে হয় আকাশ ছুঁবো আজ
ততই ঘুরপাক খাই ঘরের ঐ ঝুল ভরা কোণে ।
ইচ্ছে ঘুড়িটা ঘোরে না ক’ আর
ছোঁয় না তো আর মেঘের সেই জলজ পাহাড় ।
তাক করে বসে থাকে
দূর্বল সেই পোকাদের দিকেই, ঘুরপাক খাই বার বার।
বিহঙ্গের অঙ্গ ছুঁয়ে উড়বে ঊর্ধ্বে আরও
তেমন ইচ্ছেরা ইদানিং স্বপ্নের আঙিনায়ও দূর্লভ অতি
নৈরাশ্যের কাঁচি দিয়ে ছেঁটে দেয়া
বাসনারা আজ বাসা বাঁধে না অনুভবের কোন শাখা-প্রশাখায়।

গতিরা হার মানে আজকাল
দূর্গতিদের দুঃসহ বেদনায় নীল হয়ে যায় হৃদয়ের এ কুল ও কুল
সেই নীলেই নিমজ্জিত থাকি অনুক্ষণ
আকাশের নীল, তখন ধূসর বেদনায় বিক্ষত, রক্তাক্ত রীতিমতো
কষ্টের কষ বেয়ে পড়ে প্রতিনিয়তই
রোদে-বৃষ্টিতে ক্লান্ত ও বয়োবৃদ্ধ বটবৃক্ষের বিক্ষত কান্ড জুড়ে।
মনের আঙিনায় একদা গজানো
দূর্বা ঘাসেরা সব এতটাই পুড়ে ছারখার যে দমকলের জলও শুকোয় মূহুর্তেই।
চোখের জলতো নিশ্বাসেই নিঃশেষ
মনের সবটুকু জুড়ে এখন দেখি মরুভূমিদেরই জয় জয়কার ।
মরুদ্যান ভেবে এগোই যতখানি
পিছিয়ে আসি তারও অধিক , দেখি যখন মরিচীকাদের চকচকে রূপ ।

বিষন্নতার বিষ্টিতে ভিজে শুষ্ক হয়ে যায় একদা উচ্ছল এ প্রাণ
আহত সুরেদের পাশে বসে বসে , গাইবো কী আর কোন গান।

Copyright@ Anis Ahmed
February 8, 2019, Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *