[ সরস্বতী পূজা উপলক্ষে লেখা]
হঠাৎ করেই বিশাল এক কালোর মধ্যেই
হারিয়ে গেছে চিরচেনা বিশ্ব আমার
যেখানে থোকা থোকা আলোয় ভরা ছিল বাগান
সেখানেই যেন ছোপ ছোপ কালো দেখি
একদা যেখানে বীণার বাদনে বাদলে বাজতো সুর
সেখানেই এখন মদমত্ত হস্তির মতো আহত করে অসুর
তাই বার বার ফিরে আসি সেই আলোর কাছে
যাঁকে দেখেছি ঋগবেদে দিক দর্শনের দেবী বলে
সেই শ্বেতপদ্মে আসীন, সঙ্গীতের ইঙ্গিতে চলে যাঁর
ময়ুরপঙ্খির মতো নাওখানি বরারবর
স্বপ্নে এখনও দেখি স্রোতস্বিনী সময়ে সেই সরস্বতী
যিনি নির্দ্ধিধায় দিয়ে যেতে চান স্থবির জীবনে এক গতি।
স্বপ্নেই থেকে যায় সেই আলোর উষ্ণ উৎস আমার
বাস্তবে তো মূঢ় মূর্খদের মুখরতা মুড়ি মুড়কির মতোই
অর্থের বাটখারায় যারা মেপে চলে বিদ্যা কিংবা বোধিকে
হারায় উভয়কেই, উটপাখির মতো বালিয়াড়িতে লুকোয় মুখ
আমার তৃষ্ণার্ত হৃদয় তখন খোঁজে সেই সুধাময়ী সত্যকে
অক্ষরে অক্ষরে যিনি মেলালেন আমার প্রজ্ঞা ও তথ্যকে।
অন্ধকারের বন্ধ দ্বার ভেঙ্গে আসুক এবার আলোর ঝড়
সুর ও সঙ্গীতে, বিদ্যায়-বোধিতে ভরুক হৃদয়, মাগি এ বর ।
Copyright@ Anis Ahmed
February 7, 2019, Maryland