সোনালী শব্দরা কি এখন আর
খুঁজে পাবে তোমার শ্বেতশুভ্র হৃদয়
যেখানে একদা কবিতারা ফোটাতো ফুল
অঘ্রাণেও যার ঘ্রাণে মিলতো বসন্তের কুল।
সোনালী শব্দরা কি এখন আর
খুঁজে পাবে তোমার সেই কোমল ঠোঁট
স্পর্শে যার জানি জাগতো শিহরণ যুগল প্রাণে
যন্ত্ররা সব যন্ত্রণা ভুলে সুরেলা হতো গানে গানে।
সোনালী শব্দরা কি এখন আর
স্পর্শ করবে সেই নরম আঙ্গুলগুলো
যার সান্নিধ্যে শব্দরা সব অকষ্মাৎ হয়ে যেতো কবিতা
হৃদয়ের গহীন তটে আঁকা হতো সেই কাঙ্খিত ছবিটা ।
সোনালী শব্দরা এখন ক্রমশই হচ্ছে ধূসর
রঙের বিবর্তনে বিব্রত হয়ে দেখি নিজেই নিজেকে
আমার বাগানের ফুলগুলো সব ভুলগুলোতেই ভরা
তোমার কাননে বিকশিত পুষ্প , আমার কেবল খরা।
সোনালী শব্দরা এখন অনেকটাই ম্লান
কবিতার প্রবাহে প্রত্যহই দেখি আশ্চর্য ছন্দপতন
মেলাতে পারিনা সুরগুলো আর, এলোমেলো হয় সব
রুদ্ধ হলো কথারা সবাই, এখন তাই থেকে যাই নীরব।
Copyright@ Anis Ahmed
February 4, 2019, Maryland