সোনার অলংকারের অহংকারে
সবাই যখন বাঁধছে নিজের হাত
শেকল পরার আনন্দে বিভোর সবাই
মুক্তির স্বপ্ন সেখানে বিধ্বস্ত বন্ধনের নিবন্ধে।
ঠিক তখন আমি মুগ্ধ চোখে চেয়ে থাকি
তোমার রেশমি কাঁচের চুড়ির দিকে
পেলবতায় সেতো ঠিক তোমার হাতের মতোই
অথবা তোমার কন্ঠ থেকে উৎসারিত শব্দ যেমন
গলে গলে যায় মুখে নেয়া সদ্য চকোলেটের মতোই ।
অশান্ত এ বিশ্বে যেন আনো তুমি শান্তির বারিধারা।
অহর্নিশ ঐ রেশমি চুড়ির রিনিঝিনি ধ্বণি-প্রতিধ্বণি
সুর হয়ে বাজে সে প্রাণে আমার ক্ষণ-অনুক্ষণ
অসুরের অত্যাচার পেরিয়ে চেয়ে থাকি ঐএকগুচ্ছ সুরের দিকে।
প্রতীক্ষা আমার ঐ হাতে নাচের মুদ্রার জন্যেও
চুড়িরা যখন সমস্বরে গাইবে সেই গান
যাকে আটপৌড়ে বলে কাঠঠোকরা মনেরা করে অবজ্ঞা
সেই সহজিয়া গান ও মুদ্রাই মুগ্ধ করে আমার মানস নয়ন।
লাল রঙের ঐ চুড়িরা সব একত্রেই তোলে কাঙ্খিত সেই সুর
যার প্রতীক্ষায় আমি থেকেছি সেই আদিকাল থেকেই
প্রাপ্তিতে যার পেয়ে যাই আমি রূপ ও রূপকের যৌথ সন্ধান।
তোলো হাত এবার বাজাও দেখি রিনিকিঝিনিকি রিনিকি
থোকা থোকা আঁধারে এবার ফোটাক আলো যুবতী জোনাকি।
Copyright@ Anis Ahmed
January 31, 2019 , Maryland