অনুযোগ

পোষা পাখির মতোই পুষে রাখো তুমি

মনের মুকুরে মুকুলিত কষ্টগুলো বরাবর

ধোঁয়ার ধূসরতায় আড়ালেই থেকে যায়

আনন্দের যত আলোর রশ্মিরা তোমার

যতবার আমি সরাতে যাই ঘন মেঘের আবরণ

ততবারই তুমি হারাতে চাও মেঘের আড়ালে

ভিজে যায় তোমার দেহ-মন সব কষ্টের কষে

নিরুপায় আমি হেঁটে যাই তোমারই আঙিনার পাশে ।

নিখাদ ভালোবাসায় উঠে এসো আজ তুমি

বিরহের ঐ খাদ থেকে; ভরাট জমিতে ফলা্ও ফসল।

সবুজের সতেজ আভায় বিষন্নতার বিষ-বাষ্প হোক বিলীন

প্রাণ-প্রাঙ্গনের প্রান্ত ভরুক প্রেমের সুধারসে ।

আর কতদিন কাঁদবে ও মন , আমাকেও অহর্নিশ কাঁদাবে

জটিল জটাজালে বাঁধবে যত , ততই ধাঁধাঁয় ধাঁধাঁবে ?

ম্যারিলান্ড ,   ১৯শে  মে , ২০১৬
Copyright@ anis ahmed

 

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *