বহুদিন পর অরিন্দমের সাথে দেখা অরণির
ভাবেনি কখনও সারথি হয়ে হাঁটবে এই সরণীর
বড্ড কোলাহল চতুর্দিকে , পথিকরা সব সরব
ফুচকাওয়ালা , বাদামওয়ালা সকলেরই কলরব।
তারই মাঝে অরণি হাঁটছে উদ্দেশ্যহীন পথে
অরিন্দম চায় , অরণি উঠুক তার এই উল্টোরথে।
তার পর ফিরে যাবে তাকে নিয়ে সেই স্বর্গের বাগানে
যেখানে বাজাবে সে বাঁশি, অরনির অনন্য গানে।
সেই বাগান থেকেই তো একদা ফেললেন তিনি এই ধরনীতে
সেই থেকে আজ অবধি মিলনের গান গায় অরন্দিম অরণিতে ।
প্রথমে তো চললো আদিকাল থকে সন্ধান একে অপরের জন্যে অবিরত
আলিঙ্গনের আকাঙ্খা তীব্র হয়েছে যতই , গভীর হয়েছে হৃদয়ের ক্ষত ।
কত খানা খন্দর পেরিয়ে এসেছে তারা মিলনের এত কাছাকাছি
নিশ্চিন্তেই বলতে পারে অরিন্দম অথবা অরণি, তুমি আছো, আমিও আছি।
অরণি তবু থেকে যায় কেন ধরণী থেকে দূরে মেঘের কোন এক আড়ালে
ভাবে অরিন্দম কবে হবে সেই মিলন মেলা, পাবে সহজেই হাত বাড়ালে।
অনুক্ষণ থেকে যায় শুভক্ষণের প্রতীক্ষায়, জানে অপেক্ষায় আনন্দ অনাবিল
অরিন্দম শুধু করাঘাত করে যাবে , অরণির সুখ হৃদয়ে লাগানো খিল।
Copyright@ Anis Ahmed
January 26 2019 , Maryland