স্বপ্নভঙ্গ

আজ রাতে নাকি বৃষ্টি হবে মূষলধারে
তুমি নামবে মেঘের আড়াল থেকে
আজ রাতে নাকি রজনীগন্ধা ফুটবে সর্বত্রই
সকলেই ঘুমাবে তার সুবাস মেখে।
আজ রাতে নাকি স্বপ্নরা সব সত্য হবে
চিত্ত-চত্তরে ফুটবে ভালোবাসার ফুল
আজ রাতে নাকি বঙ্গোপসাগরে আসবে জোয়ার
মিলবে তোমার ও-কুলে আমার এ কুল।
আজ রাতে নাকি ডাকবে সেই ঝিঁঝিঁ পোকা
অতীতে নিমজ্জিত করে যে হৃদয়
আজ রাতে নাকি স্বপ্নরা হবে এতটাই দীর্ঘ
যে রঙে রঙে আনবে অনামিক বিজয় !

এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
আসনি তুমি কখনই কাঙ্খিত বৃষ্টি হয়ে
এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
আসনি তুমি কাঙ্খিত এক রজনীগন্ধা হয়ে ।
এমনকি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
স্বপ্নরা হয়নি সত্য , ফোটেনি সেই প্রত্যাশিত পুষ্প
এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
সাগর তটেই কেটেছে সময় , বালিরা সব শুষ্ক ও রুষ্ট ।
ঝিঁঝিঁ পোকারা আজ নীরব ; নিশ্চুপ নিস্তব্ধ রাতের এ প্রহরেরা
প্রহরীর বাজানো হুইসেল শুনে যায় শুধু এ ধূসর মন
দৈর্ঘের নয় কথা , স্বপ্নরা আজ নিয়েছে আড়ি , নিদ্রা আসেনি চোখে
রঙতো এখন ধুসর সর্বত্রই, দেখি গভীর গাঢ় বন।

Copyright@ Anis Ahmed
January 28, 2019 , Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *