আজ রাতে নাকি বৃষ্টি হবে মূষলধারে
তুমি নামবে মেঘের আড়াল থেকে
আজ রাতে নাকি রজনীগন্ধা ফুটবে সর্বত্রই
সকলেই ঘুমাবে তার সুবাস মেখে।
আজ রাতে নাকি স্বপ্নরা সব সত্য হবে
চিত্ত-চত্তরে ফুটবে ভালোবাসার ফুল
আজ রাতে নাকি বঙ্গোপসাগরে আসবে জোয়ার
মিলবে তোমার ও-কুলে আমার এ কুল।
আজ রাতে নাকি ডাকবে সেই ঝিঁঝিঁ পোকা
অতীতে নিমজ্জিত করে যে হৃদয়
আজ রাতে নাকি স্বপ্নরা হবে এতটাই দীর্ঘ
যে রঙে রঙে আনবে অনামিক বিজয় !
এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
আসনি তুমি কখনই কাঙ্খিত বৃষ্টি হয়ে
এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
আসনি তুমি কাঙ্খিত এক রজনীগন্ধা হয়ে ।
এমনকি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
স্বপ্নরা হয়নি সত্য , ফোটেনি সেই প্রত্যাশিত পুষ্প
এমনি করেই কেটে গেছে রাতের প্রহরগুলো
সাগর তটেই কেটেছে সময় , বালিরা সব শুষ্ক ও রুষ্ট ।
ঝিঁঝিঁ পোকারা আজ নীরব ; নিশ্চুপ নিস্তব্ধ রাতের এ প্রহরেরা
প্রহরীর বাজানো হুইসেল শুনে যায় শুধু এ ধূসর মন
দৈর্ঘের নয় কথা , স্বপ্নরা আজ নিয়েছে আড়ি , নিদ্রা আসেনি চোখে
রঙতো এখন ধুসর সর্বত্রই, দেখি গভীর গাঢ় বন।
Copyright@ Anis Ahmed
January 28, 2019 , Maryland