উইলো গাছের এক শাখায় বসে
মুণিয়া পাখিটা শোনালো
রক্তাক্ত হবার এক করুণ কাহিনী ।
বাইশটি বসন্ত জুড়ে স্বপ্নকে করেছিল লালন
ঠিক ডানায় আগলে রাখা ছানার মতো
পরাবাস্তব এক সত্যেই, স্বপ্ন রূপান্তরিত দুঃস্বপ্নে ।
মুনিয়ার মন থেকে ঝরলো রক্ত
কখনও শ্রাবণের বৃষ্টি, কখনও বা ইলশেগুড়ি।
ছোট বেলাকার বালির ঘরের মতোই
অকষ্মাৎ ধ্বস নামলো ভালোবাসার বাসায় ।
না , তখনওতো তৈরি হয়নি সেই বাসা পুরোপুরি
কেবল আশার ভীতের ওপর দাঁড়িয়েছিল মুণিয়ার মন।
মুক্তির মিছে আশ্বাসে মুণিয়া হলো বন্দী
সোনার শেকলে বাঁধা পড়লো ডানা দুটি তার
মুণিয়া শোনালো সেই আহত সত্যের কথা
শোনালো, না-শুকানো সেই শোক-গাঁথা
বেদনায় বিদীর্ণ হৃদয় নিয়ে মুণিয়া বসে আছে এখনো
কে লাগাবে জোড়া ,ভাঙ্গা মনে ,ভাবেনা সে কথা কখনো।
মেহেদির রং তখনও টকটকে লাল
বেনারসির রসিকতা বাসর অবধি পৌঁছোয়নি তখনও
অকষ্মাৎ এবং অপ্রত্যাশিত এক বজ্রপাতে
স্বপ্নের চাদরে তখন দাউ দাউ আগুন।
প্রেমের প্রতিপক্ষ সেই আগুন পুড়ালো
এক চিলতে ভালোবাসার লালিত আঙিনাকে।
মুণিয়ার কাহিনীতে বৃত্তায়িত এক বৃক্ষ মন অঝোরে কাঁদলো
সেই থেকে সে হয়ে গেল ক্রন্দসী উইলো, শোকের শক্তিতে বাঁধলো।
Copyright@ Anis Ahmed
January 25, 2019 , Maryland