রুদ্র সমুদ্রকে অবজ্ঞা করে
উচ্ছল জলরাশিকে স্পর্শ করবে বলেই
গেলে যখন সৈকত সান্নিধ্যে
তখন আবার কেন ফেরালে মুখ
কেন হয়ে গেলে অকস্মাৎ দূর-দ্বীপবাসিনি
কেন গেলে চলে এক সমুদ্র ব্যবধানে।
নাবিক তো নই আমি মোটেই
যে নটিকাল মাইলের হিসেব কষে কষে
পৌঁছে যাবো তোমার ঐ দ্বীপদেশে
যেখানে বাঁধবে ঘর, সেই আশায় কাটাও প্রহর
স্বপ্নদের করো সন্তানের মতো সযত্নে লালিত
কবে ভেজাবো উভয়ই অভিন্ন জলে।
পাল্টা প্রতীক্ষার এ পাগলামি আমারও
আমিও তো চেয়েছিলাম এসো চলে তুমি
সমুদ্রের এই পারে ;হুহু বাতাস এবং ধুধু বালি
অতিক্রম করে ভিজি খানিকক্ষণ , ভেজাই তোমাকেও
দেখবে তখন অযাচিত কাঁকড়ারা দ্রুত লুকোবে মুখ
আমরা তখন কুড়োবো কেবল বিন্দু বিন্দু সুখ।
সাগরের গভীরতায় খুঁজি আমি রাশি রাশি আনন্দ
সেখানেই সুপ্ত তোমার সুর , লুকোনো যত ছন্দ ।
Copyright@ Anis Ahmed
January 21 2019 , Maryland