ইমোটিকনে ইমোশান !

আজকাল শব্দরা মিছেই করে ঘুর ঘুর
যেন পাড়ার বাউন্ডুলে কোন বালক
ঘুড়ি ওড়ায় এক ছাদে
কাটায় ঘুড়ি অন্য কারও ঝুল বারান্দায় ।
লাভের গুড় পিঁপড়ে খায় সংগোপনে
অতঃপর অকস্মাৎ মুখ থুবড়ে পড়ে শব্দরা সব ।
অক্ষরেরা হয়ে যায় নিশ্চিহ্ন নিরক্ষর
বোঝেনা শব্দরা , এখন তারা কেবল
নির্বোধ কোন নিধিরাম সর্দার হয়ে ঘুরে বেড়ায়
অথবা পুরোনো কাগজের ফেরিওয়ালা হয় প্রেমের বাজারে ।

এখনতো আঙ্গুলের আগায় আছে শক্তি অগাধ
শব্দরা সেখানে নিঃশব্দেই থাকে নিদ্রিত
বোতাম টিপেই ভালোবাসার ইমোগুলো হয় সতেজ
কখনও অভিমান, কখন উষ্মা সবই লুকোনো সেখানেই ।
এখন তো আর বৃষ্টির মতো ঝরায় না কেউ চোখের জল
হাসে না কেউ মৃদু হাসি , কিংবা উচ্ছাসের উল্লাস দেখি না আর।
“হৃদয়ের কথা বলিতে ব্যাকুল” …. তবে সে কথাই বা কই
এখনতো অখন্ড এবং খন্ডিত উভয় হৃদয়ই মেলে
কার্সারের কারুকাজে, ভেসে ওঠে ন্যানো পর্দায়
বরখাস্ত কর্মচারির মতোই শব্দরা নিরুপায়ে নিশ্চুপ এখন।

আমি শুধু ভাবি শত সহস্র ইমোটিকন কেড়েছে আমার সব শব্দ
অনুভূতি এখন জুয়েলি জাদু মাত্র, ক্ষণিক চমক , অতঃপর জব্দ।

Copyright@ Anis Ahmed
January 16, 2019 , Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *