তূষারে ঢাকা বিশ্ব যখন

প্রতারক রোদের প্রকাশ্য আলোয়
বরফতো গ’লে না আর
না রাজনীতির রাজকীয় আঙ্গিনায়
না কুটনীতির কুটিল প্রাঙ্গনে ।
আর ভালোবাসা !
সেতো কবে থেকেই মুখ থুবড়ে পড়েছে
বরফের কঠোর কঠিন পাহাড়ে ।
সে পাহাড় ডিঙ্গানো ততটাই কঠিন
যতটা কঠিন ক্ষেপনাস্ত্রের আঘাতে বিক্ষিপ্ত
ইয়েমেনি শিশুদের প্রতি বিশ্বসভার ভালোবাসা
অথবা রাষ্ট্রবিহীন ফিলিস্তিনিদের জন্যে
এক খন্ড অখন্ড ভূমিকে সার্বভৌম করা ।

ঠিক ঐ শীতের সুরুযের মতোই দেখি
সংঘবদ্ধ কিছু লোক জাতিসংঘে বসে
আলো ছড়ায় কথার মালায়
উত্তাপের আশায় ঊষ্ণ হয়ে ওঠে
ফিলিস্তিনের ফুলেল অস্তিত্ব
ইয়েমেনের মনেও লাগে আলোর পরশ
শিশুরা ওঠে জেগে নব আনন্দে
চাঁদে দেখে একটুকরো ঝলসানো রুটি ।
খাশোকজিরা আবার জেগে ওঠার স্বপ্ন দেখে
রাজতন্ত্রের বিরুদ্ধে তোলে আওয়াজ
উগ্রবাদিরা এই উত্তাপে দেয় গা ঢাকা
সিরিয়া হয়ে যায় অবরোধমুক্ত ।

কিন্তু না এ সব কিছুই প্রতারক রোদ্দুরের কাজ
দুখি মানুষেরা কাল যেমন ছিল , তেমনি আছে আজ।

Copyright@ Anis Ahmed
January 14, 2019 , Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *