সময় এখন তূষার বন্দী
অনুভূতি চায় মুক্তি
সময় এখন ধূলায় ধূসর
অনুভূতি জানেনা যুক্তি
সময় এখন বড়ই অন্ধকার
অনুভূতি খোঁজে আলো
সময় এখন তর্কে খন্ডিত
অনুভূতি বাসে ভালো ।
সময় এখন মেঘে আচ্ছন্ন
অনুভূতি চায় আকাশ নীল
সময় এখন দ্বন্দ্বে খন্ডিত
অনুভূতি চায় অন্তমিল ।
সময় এখন কৃষ্ণবর্ণ
অনুভুতি চায় অনাবিল সবুজ
সময় এখন যুক্তিতে চলে
অনুভূতি এখন সদাই অবুঝ।
সময় এখন রুটিন মেনে চলে
অনুভূতি থেকে যায় মুক্ত
সময় এখন বাঁধা থাকে কাজে
অনুভুতি তোমায় যুক্ত ।
সময় এখন বিষন্নতায় অবসন্ন
অনুভূতি চায় আনন্দ
সময় যখন গদ্যকথায় ছিন্ন-বিচ্ছিন্ন
অনুভূতি তখন ভিন্ন এক ছন্দ ।
সময় যখন হিমেল হাওয়ায় কেবল ভাসমান
অনুভূতি চায় একটুকু উষ্ণতা
সময় যখন করে দিয়ে যায় সব এলোমেলো
অনুভূতি চায় অদ্ভূত এক হৃদ্যতা
সময় এবং অনুভূতির এই নিত্যদিনের সংঘাতে
জয় যদি হয় অনুভূতির , জাগুক হৃদয় আজ প্রভাতে
Copyright@ Anis Ahmed
January 13, 2019 , Maryland