রোদের জন্য রোদন

চলতে চলতে থমকে যাই
একচিলতে নিকোনো উঠোনে তোমার
এক টুকরো অসমাপ্ত বাক্যের বৃক্ষে
দেখি কয়েক গুচ্ছ শব্দ -গোলাপ
কোনটা পূর্ণতা পায় তোমার উচ্চারণে
কোনটা অসম্পূর্ণ থেকে যায় মোমের মসৃণতায়
তবু ভালো লাগে বহতা নদীর মতো সেই শব্দদের
প্রেমিক হতে পারে না তবু প্রতীক হয়েই থাকে ।

শব্দের মতোই অনর্গল , এ প্রান্তেও তূষার পড়ে
প্রায় প্রাণহীন প্রাঙ্গনের পাতারা কাঁপে হিমেল হাওয়ায়
আমি বসে থাকি, একচুমুক উষ্ণতা পান করবো বলে
তুষারকে ঝরাবো পাখির ঝপটানো ডানার মতো
অতঃপর রোমান্সের রশিতে বাঁধবো পরস্পরকে
এবং তারপর কথা ও কাহিনীতে কাটবে প্রহরগুলো ।
এখন কেবল বসে আছি হিম হওয়া মুহুর্তরা কবে দেবে ছাড়
অন্ধকারের এ সীমানা পেরিয়ে, কবে পাবো আলোর দেখা।

জানি তোমার ঐ পল্লবী প্রান্তে আছে প্রত্যহই রৌদ্র ছায়ার খেলা
তাই বলে আমার তূষার-আবৃত হৃদয়কে কী করবে অবহেলা!

Copyright@ Anis Ahmed
January 13, 2019 , Maryland

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *