বাউন্ডুলে এক বালকের মতো
ছাদের কার্ণিশ ঘেঁষে, সেদিন বাজিয়েছিলাম যে বাঁশি
তাতেই যে ভাঙবে তোমার ঘুম
অকস্মাৎ খুলে যাবে তোমার ক্ষুদ্র জানালাখানি
আলাপনের গোলাপ-ফুটবে যে হঠাৎ
ততটা ভাবিনি আমি , ভাবোনি তুমিও জানি ।
তবু্ও কথার খই ফুটিয়েছিলে এতটাই
যে হেসে হেসে জানালে তোমার হেঁসেলের খবর
সব্জির স্যুপে ভরিয়েছিলে সেদিন যে পেয়ালা
তাতে উপচে পড়েছিল ভালোবাসার উষ্ণ অনুভূতি।
জর্দার রঙের মতোই রাঙিয়ে গেলে তুমি
এই ধুলি ধূসরিত হৃদয় খানি।
জানালা বন্ধ করার আগেই জেনে নিলাম
তুমিইতো সেই নীলা, যে মেঘমুক্ত আকাশে মেলো ডানা
অথবা আমার প্রিয়-পরিচিত
সেই বিশাল এক সমুদ্রের জল
যেখানে ভাসাই আমি আমারই ভাঙা-চোরা সাম্পান
জরাজীর্ণ এই সামান্য অস্তিত্ব নিয়ে ডুবে যাই।
এতটাই গাঢ় ও গভীর হয়ে থাকো নীলা, অনুচ্চারিত অনুভবে
যে ক্ষণিকের জন্য ভুলেই যাই আমার অস্তমান অস্তিত্বের কথা
বেদনায় হয়ে যাই নীল মাঝে মাঝে
জানি অচিরেই হারাবে তুমি মেরুবর্তী কোন এক সত্যে
আমার মরু-মন তখন করবে খেলা , শুকনো এক বালুকা বেলায়
দূর থেকে দেখে যাবো কেবল নীলা তোমারই তরঙ্গ মেলা।
এইটুকু প্রত্যাশা কেবল জোয়ারের জলে ছুঁয়ে যাবে তুমি আমায় নীলা
অতঃপর ভীত এক ভাটায় চলে যাবে জানি , সাঙ্গ করে সঙ্গীর এই লীলা।
Copyright@ Anis Ahmed
January 11, 2019 , Maryland