মেঘের উপর দিয়ে উড়াল দিলাম
দিন হলো রাত্রি ,
রাত্রিও হলো তখন দিন, এই রদবদলের মধ্যখানে
আমি এক অভিযাত্রী।
তোমাকে পাবার প্রবল ইচ্ছায় শুরু হলো
সেই অনন্য অভিযান ।
কাছে এলেও দূরেই রয়ে গেলে তুমি তবু, একী রাগ
নাকি শুধুই অভিমান।
সাগর তরঙ্গ আছড়ে পড়লো ভিজে গেল সব
বালুকা রাশি রাশি
তুমি শুধু শুষ্ক মনে ফেরালে মুখখানি, হাসলে হঠাৎ
কষ্টের কিছু হাসি।
ভাঁটার জলের মতো টেনে নিয়ে গেলে অকষ্মাৎ
হৃদয়ের কাছাকাছি
বিপরীত জোয়ারে ফেলে গেলে আবার সাগর বেলায়
সেখানেইতো পড়ে আছি।
অন্য কোন ঝিণুক কুড়াতে আসো যদি কখনও তুমি
থেকে যাই তাই আশায় আশায়
রোদে বৃষ্টিতে সময়ের ঢেউগুলো গুণে যাই বার বার
উষ্ণ থাকে মন তোমার ভালোবাসায় ।
তবু কেন জানি মনে হয়, অপেক্ষারা আমার হঠাৎ যেন
উপেক্ষায় হয়ে যায় নীল
শব্দরা সব বিক্ষিপ্ত থেকে যায়, হয় অর্থহীন
সুরের সাথে পায় না খুঁজে মিল
Copyright@ Anis Ahmed
January 9, 2019 , Maryland