সমুদ্রকন্যার প্রতীক্ষায়

সাগরের পারেই তো ছিলাম দাঁড়িয়ে
কী এক মোহনার মোহে ছিলাম মগ্ন
ভেবেছিলাম জোয়ারের জলে আসবে তুমি
মনের মুকুরে মুক্তো হয়ে মুক্তি আনবে হৃদয়ে।

আমি ভাসবো তোমার ঐ ঊষ্ণ জলে
ভেজাবো দেহ যতটা , ততোধিক মন আমার
।ইচ্ছে ছিল আছড়ে পড়বে আমার বুকের ‘পরে
মূহুর্তেই ডুব দেবো তোমারই তরঙ্গে
আবার উঠবো ভেসে, ভেজনো দেহে।

কিন্তু না, তুমি তো এলে না আর
প্রতীক্ষায় চেয়ে দাঁড়িয়েছিলাম ঐ বালুকাবেলায়
কে যেন বলে গেল কানে কানে আমার
এখন নাকি অন্তহীন এক ভাঁটার বেলা

কী ক্ষতিই হতো বল , ভাঁটায় দিতে যদি অকস্মাৎ টান
চলে যেতাম তোমার সাগর সঙ্গমে, নাই-ই বা এলো বান।

Copyright@ Anis Ahmed
January 3, 2019 Dhaka

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *