অলৌকিক কোন ব্যক্তি তো নই আমি
যে অকস্মাৎ আকাশ ভ্রমণে দেবো পা
মেঘের উপর দিয়ে হেঁটে যাবো
কোন পবিত্র চত্বরে গিয়ে চুমবো চরণ তোমার
নই আকাশচারী দেবতা কিংবা নবী রসুলও
অথবা যীশু খ্রীষ্ট যে জীবিত উঠেই যাবো
সাত আসমান পেরিয়ে ঈশ্বরের আরশের কাছে
দেখবো আলোকোজ্জ্বল এক অমোঘ সত্য ।
এতটাই ক্ষুদ্র অস্তিত্ব আমার যে স্বপ্নের দৈর্ঘ
ছাড়িয়ে যায় আমার খাটো অস্তিত্বকে,খাঁটি সত্যকথা এ-ও
তাই মাঝে মাঝে যখন কোন আধুনিক যুগের
বোরাক কিংবা উচ্চৈশ্রবায় উঠে পড়ি
কেজো জীবনের কোন না কোন তাগাদায়
তখন কিঞ্চিৎ এ সত্বা নিয়ে অজানা অহংকার আমার
মনে হয় এই তো উঠে এলাম মেঘের আড়াল থেকে
নিজেরই ভেজা পালকের প্রেমে পড়ে যাই নিজেই বার বার ।
বোকা এ মন আমার ভাবে ঐ তো ওখানে দাঁড়ানো তুমি
এক আসমান পেরোইনি এখনও,তবু বিমূর্ত এ চরণ যাই চুমি ।
Copyright@ Anis Ahmed
December 23 2018, Dhaka