কাব্যদেবীর অভিমান

কাব্যদেবীর সঙ্গে ভাগ্যদেবীর এ কী আশ্চর্য রেষারেষি
বুঝিনি, কে আমাকে ভালোবাসে কম, কে-ই বা বেশি !
ভাগ্যদেবী ব্যস্ত রাখেন কর্মের জগতে প্রতিমূহুর্ত, প্রতিদিন
কাব্যদেবী বাজান প্রাণে প্রত্যাশিত সেই মধুময় বীণ।
ভাগ্যদেবী অনর্থই নিয়ে যান, অর্থের পানে আমায়
কাব্যদেবীর ভালোবাসাই প্রত্যহই , আমার হৃদয় জাগায়
ভাগ্যদেবীর মন জোগাতে রোজই ছুটি তাঁর পিছু পিছু
কাব্য দেবী অভিমানে তাই চান না দিতে আর কিছু।

কাব্যদেবী ও ভাগ্যদেবীর এ এক আশ্চর্য দ্বন্দ্ব
ভেঙ্গে যায় তাতে সযতনে গড়া জীবনের সব ছন্দ ।
মাঝে মাঝে কাব্যদেবী হারিয়ে যান, কর্মযজ্ঞের আড়ালে
আবার খুঁজে পাই তাঁকে একটুখানিই হাত বাড়ালে।
মশগুল থাকি বরাবর আমি নানান রকম কর্মে
ততদিনে আঘাতে আঘাত লাগে নিজেরই মর্মে
তখনই জেগে উঠি কাব্য দেবীর সন্ধানে আবার
যাঁকে হারাই হঠাৎ, তাঁকেই খুঁজে পাই আবার ।

এই মান-অভিমানের দ্বন্দ্বে জানি কেটে যায় সারা বেলা
কখনও কবিতা তুমি কাছে টানো আমায় , কখনও অবহেলা।

১৮ই ডিসেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *