বিস্ময়কর এক বিভ্রান্তিতে ভুগছি আজকাল
দাবা খেলায় দাবিয়ে রাখে প্রতিপক্ষ রোজ রোজ
সাপ লুডুতে নেমে আসি কেবল সাপের পেট ধরে
সিঁড়ি বেয়ে যে হয় না ওঠা , সে কথা নিশ্চিত জানি।
সমাজের শাসকরা কেবলই বার বার রাঙায় চোখ
চতুর্দিকে কেবল চতুষ্পদ প্রাণীদের ভীড়ে ওষ্ঠাগত প্রাণ
বসতির এই বিশ্বটা হয়ে ওঠে বিশৃঙ্খল বিস্তৃত বনাঞ্চল
যেখানে হায়নাদের হাসাহাসিতে বড্ড হয়রান হয় মন।
কথা ছিল যারা হাত ধরে নিয়ে যাবে আলোর পথে
তারাই ক্রমশ ঠেলে দেয় মৃত্যুর অন্ধকার খুপড়িতে
অরিত্রীরা তাই ছিঁটকে পড়ে ধরিত্রীর বুক থেকে
সম্ভাবনার দীপগুলো সব নিভে যায় অকস্মাৎ অসময়ে ।
কে যেন বলেছিল কানে কানে অরিত্রীকে ,
প্রতিযোগিতার সাথে প্রাণের করো সমীকরণ
হেরে যদি যাও প্রতিযোগিতায় , প্রাণ সংহার করো .
প্রতিশোধ নও , নিজেরই প্রতিপক্ষ হও নিজেই ।
সে কথাই বেজেছিল অরিত্রীর কাছে ঐশী বাণীর মতো
শিক্ষয়িত্রীর ঝাঁঝাঁলো কন্ঠের চাইতে খুবই কোমল ছিল সে কথা
বাবা-মা’র তিরস্কারের বিপরীতে ছিল এ এক বিমূর্ত পুরস্কার ।
সীমানা ছাড়িয়ে কল্পলোকের অসীম জগতে এ ছিল অকাল যাত্রা।
হারেনি অরিত্রী , হারিয়েছে সে সমাজকে, ডুবেছি সবাই এক লজ্জায়
আনত চোখে দেখি, দেখি আয়নাতেও নিজেরই মুখ, অরিত্রীতো চিতার সজ্জায়।
৭ই ডিসেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed