সেই রবীন্দ্রনাথ থেকে এই আমি অবধি
চোখের প্রেমে চোখ মুদেছি বার বার
বন্ধ করেই চোখ আমার , খুঁজেছি সেই চোখ
যাতে বোধি ও বুদ্ধির অপুর্ব সমাহার।
তার পর কেটে গেছে বহু দিনরাত্রি
অবশেষে সেই দিন অকস্মাৎ
তুমি এলে দ্রুত পায়ে এক হরিণীর মতো
পেলাম কাঙ্খিত সেই চোখের সাক্ষাৎ।
রোমান্সের সাথে, বুদ্ধির দীপ্তি মিশে আছে এতটাই
যেন যুক্তির সাথে আবেগের প্রশ্রয়
জানি এ চোখের বর্ণনা দেননি , জীবনান্দ দাশও
এখানে নেই পাখির বাসার মত আশ্রয় ।
চোখের ওই চাঞ্চল্যে হারায় হৃদয়ের অস্তিত্ব মাঝে মাঝে
সমুদ্র তরঙ্গে বিক্ষত যেমন ঝিনুকের দল
তার চেয়ে ভালো ঐ একজোড়া স্থির চোখ তোমার
সেখানেই খুঁজে পাই আমি ডুব দেওয়ার জল।
না,না ভয় পেয়ো না তুমি, ডুবেই যদি যাই চোখের গহীনে
হবে না আর চোখে চোখে চোখাচোখি
তুমি থেকে যাবে নিশ্চিতি নিরাপদে , হয়ত এ চোখের আড়ালে
শুধু জেনো এটুকই, তখন আমরাই চখাচখি।
২রা ডিসেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed