কিশোর মনের কোলাজ চিত্রটাই গেল পালটে
যে ভালোবাসায় শিশিরের মত বিন্দু বিন্দু জমছিল
রোমান্সের অনুভবগুলো, হঠাৎ ঘটলো দিক পরিবর্তন
ব্যক্তি থেকে সমষ্টিতে তখন নিমজ্জিত সমস্ত মন।
খামচে ধরা শকুনের কবলে তখন স্বদেশ আমার
হায়নার দলেরা নির্লজ্জ নিপীড়নে হাসছে অহরহ
বাঁশির ধ্বনি রুদ্ধ তখন, সাইরেনের বিকট আওয়াজে
তবলার বোল বন্দী আবোল তাবোল গোলার বিকট শব্দে ।
ভালোবাসার অঞ্জলি নিয়ে দেশ মাতৃকার বেদিতে উপস্থিত
উষ্ণ হৃদয় আমার , শুদ্ধতার যুদ্ধে যুক্ত হল ক্রুদ্ধ এ মন
পরিহাস প্রেমেরই বুঝি যে এর জন্যেই রক্তাক্ত হতে হয়
স্বতঃস্ফূর্ত স্বাদেশিক সম্মোহনে হতে হয় নিবেদিত ।
ডিসেম্বরের অমন হিমেল শীতে মুক্তির উষ্ণতা যদি না আসতো
রবীন্দ্রনাথ হারাতেন সীমান্তের ওপারে, নজরুল হতেন দ্বিখণ্ডিত
ভাষা হতো বেমালুম বিলুপ্ত , অক্ষরেরা হায় থাকতো না অক্ষত
কিশোরিক ভালোবাসার কিশলয় পেত না প্রেমের পূর্ণতা ।
ডিসেম্বর তুমি এসেছিলে বলেই মুক্তি এলো আকাশে
প্রাণের ভেতর পোষা সে আকাশ, বোঝো না কেন আভাসে ।
৭ই ডিসেম্বর ২০১৫, ম্যারিল্যান্ড
Copyright@ anisahmed