[নারায়ণগঞ্জে শিক্ষক অবমাননায় আহত চিত্ত]
সিন্দাবাদের কাঁধ থেকে নামলো যখন বুড়ো দৈত্যটা
স্বদেশের চিত্তরেখায় দেখেছিলাম বর্ণিল আলোর ছটা
স্বস্তিতে আশ্বস্ত হলাম এইতো দিন কয়েক আগেই মাত্র
স্বপ্ন বিভোর এ মন আমার আচ্ছন্ন আজ আবার দুঃস্বপ্নের
সেই বিভ্রান্ত বলয়ে, যেখান থেকে বেরিয়ে আসতে ক্রুদ্ধ
বাঙালির যুদ্ধ ছিলো মুক্তির, সেই বৃত্তেই কি ফিরে যাওয়া বার বার !
বিব্রত বিবেকেই দেখি নিগৃহীত অপমানিত এক গুরুর ছবি
হতে পারতেন আমারও তিনি শিক্ষক , কিংবা সহকর্মী একজন
যিনি প্রাজ্ঞ এক প্রদীপ্ত শিখায় আলোয় ভরালেন ভূবন খানি
অন্ধকারের এক অদম্য আদিমতায় মিথ্যাচারের অত্যাচারে
জলে ভরা চোখে জর্জরিত তাঁর স্বাধীন সত্বার সবটুকুই আজ।
কী সহজেই ধর্মের কল বাতাসে নাড়ায়, অধর্মের দস্যুরা নিরন্তর।
হবুচন্দ্রের যুগেই কি ফিরে যাবে প্রিয় পরিচিত স্বদেশ আমার
জেদের জাদুতেই বলি হবে নিত্যই নীতির নিষ্ঠাগুলো কি !
আর কতকাল ধর্মের তাশ খেলে কুপোকাৎ করবে সত্য-সত্বা
অধর্মের দামেই বিকল চিত্তে বিকাবে কি মনুষত্ব এবারও
অপবাদের অপসংস্কৃতিতে সত্যনিষ্ঠ বিবেক কি হবে খুন
স্বপক্ষ শক্তিরাই কি করবে জয়বাংলার আজ এহেন অবমাননা।
দিন দিন গুরুরা কি হবেন লঘু , লঘু হয়ে যাবে নিমেষেই গুরু
শঙ্কা জাগে মনে সেখান থেকেই কী অগত্যা হবে সকল পতনের শুরু!
ম্যারিলান্ড , ১৬ ই মে , ২০১৬
Copyright@ anis ahmed