আমার যে শূন্য মগজে দিয়েছ কয়েক গ্রাম বুদ্ধি
হৃদয়ের গহীন গাঙে দিয়েছো ছটাকখানি বোধি
ইঞ্চি খানেক জায়গা দিয়েছ ভালোবাসার জন্য
কয়েক মুঠো ভাতে ভরাও পেট প্রতিদিন
আনত কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু।
এক চিলতে উঠোনে নানাবিধ সব্জির সমাহার ,
পুকুর ভরেছো প্রতিনিয়তই প্রাণিত পুঁটিতে-পাবদায়
টিনের চালে বৃষ্টির শব্দে সুর আনে প্রাণে প্রতিদিন
আষাঢ়-শ্রাবণের প্রতিশ্রুতি, ফাল্গুনের ফুলের জন্য
আনত কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু।
কৃষকায় ইয়েমেনী শিশুরা প্রাণ হারায় অনাহারে
স্বধর্মের ধ্বজাধারীরা সুরাপানে তো মদমত্ত তখন
ভারতে ভ্রূণ হত্যার উৎসবেও ভ্রুকোটি করেন না কেউ
রোহিঙ্গাদের সমবেত কান্নায় বিশ্বের যে ভাঙ্গে না ঘুম
সে জন্যও কি কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু !
ফিলিস্তিনি নারীর আহাজারিতে সকাল গড়ায় সন্ধ্যায়
সিরিয়ায় উগ্রবাদিরা মনের উষ্ণতাকে কতল করে
দাবানলের দাপটে দগ্ধ তাবৎ মানুষ ও প্রকৃতি
ভূমিকম্পে বিধ্বস্ত বসতির পর বসতি জানি
সে জন্যও কি কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু !
কৃতজ্ঞতা জ্ঞাপনের এই উৎসবের উষ্ণতার মাঝেও
বিভ্রান্ত হয়ে যাই আমি সকালে যেমন, তেমনি সাঁঝেও।
*থ্যাংকস গিভিং ডে’র প্রাক্কালে
২১শে নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed