নিখোঁজ এক মৃত্তিকার সন্ধানে

মৃত্তিকা মণি স্বপ্নের আবর্তে আসে আজকাল যতবার
স্বপ্ন ভাঙ্গা কর্মিষ্ঠ দিনগুলো পায় না সহজে পরশ তার
এই সেদিনও মৃত্তিকাকে দেখেছিলাম সবুজের আভাতে
দেখেছিলাম আশ্চর্য ভাবে পুষ্পিত এক প্রভাতে
সেই আমার আটপৌড়ে পোশাকের মৃত্তিকাকে খুঁজেছি বার বার
কাঁখে কলসী নিয়ে আসা পুকুর ঘাটের সেই মৃত্তিকা আমার

নিকোনো উঠোন ভরা সোঁদা সুবাসের পরিচিত মৃত্তিকা সেই
এ-দিক , সে-দিক চাই বার বার মৃত্তিকাতো কোথাও নেই ।
প্রবাসী এই আমি একদা মৃত্তিকাকে দেখেছি টেমস নদীর তীরে
দেখেছি আতশবাজির খেলা দেখতে আসা সহস্র মানুষের ভীড়ে
প্রত্যাশার প্রদীপ হাতে দেখেছি মৃত্তিকাকে শতাব্দির পালাবদলে
দেখেছি স্মিত এক লাজুক হাসিতে মোহন মূহুর্তের মালাবদলে।

অতঃপর টেমস,পটোম্যক এবং পদ্মায় বয়ে গেছে জলরাশি
মৃত্তিকাতো এখন আর শোনেনা সঙ্গতি-সঙ্গীতের কোন বাঁশি
হাডসানের তীরে তৈরি সেই জাতিসংঘ এখন যেন ঠুঁটো জগন্নাথ
পুরোনো সেই মৃত্তিকাকে খুঁজে পেতে আমায় হতে হয় কুপোকাত
কোথায় পাবো খুঁজে তাকে , বোঝেনা এ অবুঝ মন আজ
ইয়েমেনে আফগানিস্তানে সর্বত্রইতো শুনি যুদ্ধ যুদ্ধ সাজ।

অথচ এই সেদিনও মৃত্তিকা ছিল আমার মনের কাছাকাছি
শতাব্দি শুরুর মূহুর্তদের সাক্ষি রেখে বলেছিল, আমি আছি।
আজ অকষ্মাৎ দেখি ইয়েমেনি শিশুর অনাহারে মৃত্তিকা কৃশকায়
খাশোকজি-হত্যার বেদনায় শুকনো রক্তের আড়ালে সে হারায়
যে মৃত্তিকাকে একদা দেখেছি সৈকতে হাঁটতে ধীর পদক্ষেপে
সে এখন রোহিঙ্গার শিবিরে বসে থাকে মনের আক্ষেপে ।

নৃশংসতার নৃতত্বে আজ হারালো হায় মৃত্তিকা প্রেয়সী আমার
বরফকুঁচিতে কেঁপে ওঠা মৃত্তিকা, বলো ঊষ্ণতা কি আসবে না আর!

১৯শে নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *