ধীর পায়ে এই যে চলে যাওয়া তার
কিংবা কখনও কখনও দ্রুত লয়ে
হয়ত সুরের সুবাস ছড়িয়ে যায় সে
তাতেই পশ্চাতবর্তী এই আমি
কল্পনার আল্পনা আঁকি সকাল সন্ধ্যা
এ কোন স্বপন চারিনী হাঁটে স্বপ্নের আঙিনায়।
স্বপ্ন-ভরা তার সাগর চোখ থেকে বঞ্চিত করে
কিছু সঞ্চিত স্মৃতি নিয়ে হেঁটে যায় নীরবে নিতান্ত
এ কী ফিরে যাওয়া হৃদয়ের এই উঠোন থেকে
নাকি এগিয়ে যাওয়া ভাল লাগা থেকে ভালবাসার দিকে
সবুজাভ সত্য চারদিকে যেমন, তার চেয়ে সবুজ চিত্ত যার
সেতো একাত্ম হয়ে যাবেই , ধানের ক্ষেতের রঙের আবর্তে।
ঐ বৃক্ষদের মতোই আমিও হতবাক চেয়ে থাকি
চেয়ে থাকি আমার এই স্থবির অস্তিত্ব নিয়ে
অবাক বিস্ময়ে কর্মিষ্ঠ ঐ তরুণীর পদচারণার পানে
যে এক অন্যরকম ভালোবাসায় ভোলাতে পারে
ঐ বিপুল সবুজের আড়ালে লুকোনো নিঃস্ব মানুষদের
আশার আলো দেখে যারা ওই চিরনারুক্ত চোখে ।
তার ঐ পদচিহ্নে পা ফেলে গুটি গুটি পায়ে এগুই আমি
পাছে নরম কাদার শব্দে যদি পেছনে রাখে ডাগর চোখ
তবেই তো ডুবে যাবে আমার সাঁতার না-জানা মন
তবু জানি সে আবার ফেরাবে চোখ ফেরারি এ মন থেকে
হেঁটে যাবে আঁকাবাঁকা পথ বেয়ে হয়ত সে দিকেই
যেখানে আকাশ আঁকে চুম্বন রেখা মাটির কোমল বুকে।
বড্ড বিভ্রান্ত আমি আজ, সে যখন সামনের দিকে চলে হেঁটে
পেছনের এই আমি কী থাকবো স্বপ্নে , নাকি স্বপ্ন উঠবে কেটে
১৫ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed