দূরত্ব কী কেবলই মাপা যায় বলো
মাইলে বা মিটারে
জীবন কী কেবলই বাঁধা যায় বলো
সুরেলা কোন গিটারে।
তাই হতো যদি তবে কেন বলতো
দূরে থেকেও আছো কাছে
জীবনের অনেক নাই নাই করেও
জীবনতো বেঁচেই আছে।
তোমার কষ্টরা সব গুটি গুটি পায়ে
চলে আসে এই হৃদয়-কুটিরে
পুষে রাখি তাদের পোষা বেড়ালের মতো
যতদিন না আসে অনন্ত ছুটিরে।
দেহের নয়, হৃদয়ের সংক্রমণ বাড়লে বাড়ুক
চিকিৎসাতো চাইনে আমি
মনের ব্যাধি পুষে রাখি নেশাখোর কিশোরের মতো
হতে চাই তোমারই অনুগামি।
অনুভবেরা লিখবে কবিতা, গাইবে গান ,তবু
দূরের তুমি থাকবে দূরে
খুঁজবো তোমায় সযত্নে ও সংগোপনে
সুরের তুমি গাইবে সুরে।
১৩ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed