প্রেমের পীত জ্বর

জন্ডিসে আক্রান্ত পাতারা সব
নিষেধ মানে না কারও
উড়ে যায় নিমেষেই আমার উঠোন থেকে
তোমার একান্ত চিত্ত চত্বরে।
ভেবেছিলাম সংক্রমিত হবে তুমিও
তোমার দেহ হলদে রং ধারণ করবে
তার পর নেতিয়ে পড়বে আমার বুকে
জ্বরাক্রান্ত উত্তপ্ত দেহে, পাবো উষ্ণতা অন্যরকম।

জানতাম না আমি, জানাওনিতো কখনই
প্রেমের প্রতিষেধক নিয়েছো তুমি সযত্নে আজ
গায়ে হলুদ মাখলেও, মনটা করে রাখো এতটাই ধূসর
যে ভালোবাসার জন্ডিস, পায় না তোমার ছোঁয়া ।
তবে জেনো এটুকু হেমন্তের ঝরা-পাতার মতো
হলদেটে ভাব কাটে না আমার মনে , তাই
বৃষ্টিভেজা কাদাতে মিশে যাই, নিশ্চিহ্ন হয় অস্তিত্বটুকু
তুমি কেবল হেসে জানালার পর্দা টেনে দাও সাবধানে।

আমার ঝরাপাতা মনে শুনিনেতো কবির সেই প্রতিশ্রুতি
যে শুকনো পাতায় নূপুর তোমার বাজবে অনবরত
বরঞ্চ এই মেঘলা দূপুরে আমিই বাজাই একলা বেহালা
কষ্টরা নেচে ওঠে আনন্দে , আনন্দরা ঘুমোয় বিষাদে
পরিহাসের হাসি হাসে, তোমারই মতো নিষ্ঠুর প্রকৃতি ।
বোধ হয় বোধি নয়, ততটা যতটা বুদ্ধি দীপ্ত হয়ে থাকে
একজোড়া সেই চোখ যাতে ডুব দিয়েছি বার বার
ইদানিং প্রেমের ঝিনুক নয়, যুক্তির মোড়ক দেখি সেই চোখে।

আহা দমকা হাওয়ায়, আচমকা উড়ে এ হৃদয় পত্র পড়তো যদি
তোমার উঠোনে , তা হলে তুমিও কী হতে না সেই আগের নদী

৯ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *