নক্ষত্র নই জাগতিক অর্থে
না সঙ্গীতে , না ক্রিকেটে
বিদ্যায় ও বুদ্ধিতেও নই নক্ষত্র কোন
রাজনীতির নের্তৃত্বেও নেই
যে গলা উপচে পড়বে ফুলের মালায় ।
তবু আকাশের বিশাল মাঠজুড়ে
হেঁটে যাই নীরবে নিস্তরঙ্গে
ফুল হয়ে ফোটা তারারা সব
অবাক হয়ে দেখে , তাদের সাম্রাজ্যে
এ কোন অদ্ভূত প্রাণী এলো অজান্তেই ।
মিটি মিটি মুচকি হাসে তারা
আকাশের ঝুল বারান্দায় দাঁড়িয়ে
নিস্পলক চোখে দেখি তোমায়
যেমনটি দেখেছিলাম লুকিয়ে
এক জনারণ্যের কোলাহলে সেদিন ।
এখনতো এক গ্যাস বেলুনে চড়িয়ে
সরিয়েই দিলে এতটাই দূরে
যে দূর্বিনে দেখি তোমাকে আমি
দূরবিক্ষণেও দেখো না আমায়
মাঝে মাঝে চিৎকার করে বলি, এই তো আমি ।
হ্যাঁ সত্যিই বটে কখনও কখনও
মেঘেরা আড়াল করে আমায়
কখনও আমিও করি লুকোচুরি
কানামাছির এ খেলায় জেতো না তুমি
আড়াল থেকে জড়িয়ে ধরি তোমায় আমি।
আকাশ প্রদীপ হয়ে হেঁটে চলা আমার
আকাশেরই মেঠো পথে
ভেবেছিলাম ঐ তারার মিছিলে
ঠিক চিনে নেবে আমার এ পথচলা
যেমনটি চিনতে আন্দোলনের মিছিলে ।
এখন অবশ্য সহস্র ভক্ত তারাদের মাঝে
নিতান্ত নগণ্য আমার এ অস্তিত্ব
তোমারই বা দোষ হবে কেন
আমি তো জ্বলেছি মিটি মিটি কেবল
চেয়েছিলে জ্বলে উঠবো বহ্নিশিখার মতো।
কেন জানি সেদিন, বহু দিন পরে দুলিয়ে গেলে হৃদয়
বোকা মন আমার ভেবেছিল বুঝি এবার হলো জয় ।
৭ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed