যাওয়াতো নয় যাওয়া

শুধুই কি তুমি হেমন্তের রঙ্গিন পাতা হয়ে থাকবে
বিচিত্র বর্ণে রাঙাবে কি মন, নাকি মনের কথা রাখবে
উঠোনের গাছগুলোর শোভায় জানাবে শুভেচ্ছার নীরব বাণী
অতঃপর ঝরে যাবে তুমি , ঝরাবে আমার অস্তিত্বখানি
পাড়া থেকে বেরিয়েই দেখি, তোমারই রঙে রাঙানো
শারদ প্রাতের পাতাগুলো এখন হেমন্তের দ্বারে দাঁড়ানো।

তোমাকে দেখবো বলে কখনও চলে যাই অনেক দূরে
পাহাড়ি পথ ধরে চলি , প্রাপ্তির বাঁশি বাজে সুরে সুরে
অতঃপর হেমন্তের হাওয়ায় হারাও অকষ্মাৎ তুমি
হারায় এতক্ষণ ছিলাম যেখানে সেই আমার স্বর্গভূমি ।
রঙেরা সব ফ্যাকাশে হয়, আক্রান্ত কি কেবল পীত রোগে
আমি তবু চেয়ে থাকি পাতায় পাতায় তোমারই সংযোগে ।

তুমি ঝরে পড়ো ঝড়ো হাওয়ায় , নেমে আসো মাটির বুকে
আমার অলিন্দ ভরে তূষার কুঁচিময় কষ্টে, তুমি থাকো সুখে।
একটুখানি ঊষ্ণতার অপেক্ষায়, কেটে যায় ক্যালেন্ডারের এ কষ্ট
তোমার হিমেল উপেক্ষাকে , আমার উষ্ণ উপেক্ষা করে নষ্ট ।
বিয়োগে বিয়োগে যোগ হয়ে যায়, গণিতের হিসেব মতো
হতবাক হতে পারো তুমি, আমি হইনে একটু্ও আহত।

জানি আসবে তুমি , শেষ হলে সাময়িক এ বিচ্ছেদ বিরোহ
পুরোনো বৃক্ষ ভরাবে আবার, আনবে সবুজ-প্রত্যাশার আবহ।

৫ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *