শুধুই কি তুমি হেমন্তের রঙ্গিন পাতা হয়ে থাকবে
বিচিত্র বর্ণে রাঙাবে কি মন, নাকি মনের কথা রাখবে
উঠোনের গাছগুলোর শোভায় জানাবে শুভেচ্ছার নীরব বাণী
অতঃপর ঝরে যাবে তুমি , ঝরাবে আমার অস্তিত্বখানি
পাড়া থেকে বেরিয়েই দেখি, তোমারই রঙে রাঙানো
শারদ প্রাতের পাতাগুলো এখন হেমন্তের দ্বারে দাঁড়ানো।
তোমাকে দেখবো বলে কখনও চলে যাই অনেক দূরে
পাহাড়ি পথ ধরে চলি , প্রাপ্তির বাঁশি বাজে সুরে সুরে
অতঃপর হেমন্তের হাওয়ায় হারাও অকষ্মাৎ তুমি
হারায় এতক্ষণ ছিলাম যেখানে সেই আমার স্বর্গভূমি ।
রঙেরা সব ফ্যাকাশে হয়, আক্রান্ত কি কেবল পীত রোগে
আমি তবু চেয়ে থাকি পাতায় পাতায় তোমারই সংযোগে ।
তুমি ঝরে পড়ো ঝড়ো হাওয়ায় , নেমে আসো মাটির বুকে
আমার অলিন্দ ভরে তূষার কুঁচিময় কষ্টে, তুমি থাকো সুখে।
একটুখানি ঊষ্ণতার অপেক্ষায়, কেটে যায় ক্যালেন্ডারের এ কষ্ট
তোমার হিমেল উপেক্ষাকে , আমার উষ্ণ উপেক্ষা করে নষ্ট ।
বিয়োগে বিয়োগে যোগ হয়ে যায়, গণিতের হিসেব মতো
হতবাক হতে পারো তুমি, আমি হইনে একটু্ও আহত।
জানি আসবে তুমি , শেষ হলে সাময়িক এ বিচ্ছেদ বিরোহ
পুরোনো বৃক্ষ ভরাবে আবার, আনবে সবুজ-প্রত্যাশার আবহ।
৫ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed