তোমার চোখের তারায়
আপনি হারায় আমার চোখের তারা
মোর দিবসগুলো বিবশ হলো রজনী তন্দ্রাহারা ।
তোমার ঠোঁটের কোণের হাল্কা হাসি
প্রাণে বাজায় মধুর বাঁশি
কাছে কিংবা দূরেই থাকো
নিত্যদিনই চিত্তে রাখো
নইলে অবশ দিনগুলোতে জীবন হবে সারা ।
অলস দিনের সন্ধ্যে-বেলায়
তোমার আমার গোপন খেলায়
জিতবো যেদিন জিতবে তুমি
তাইতো তোমার ওষ্ঠ চুমি
হৃদয় আমার নেচে ওঠে, অকারণেই হয় হারা।
দেখি তোমায় জ্যোৎস্না রাতে
কিংবা কোন শারদ প্রাতে
ভরবে হৃদয় শিউলি মালায়
নইলে জ্বলবে জীবন জ্বালায়
থাকবে তুমি , থাকবো আমি অবশেষে প্রেম হারা।
৪ঠা নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed