সর্ষের ঝাঁঝের মতোই ঈর্ষা যখন ক্ষুব্ধ করে তোমায়
বর্ষার মেঘের মতোই ঈর্ষা তখন বিমর্ষ করে আমায়
ঈর্ষার আগুনে তুমি দগ্ধ যখন হতে চাও
অশ্রুর নদীতে আমি তখন ভাসাই আমার নাও।
আজ নিয়তি তোমায় নিয়ে যায় দূরে, বহুদূরে
থেকে যাই নাছোড় বান্দা তবু তোমারই কন্ঠসুরে
মূর্তমান তোমাকে দেখি স্বপ্নের সিঁড়ি বেয়ে বার বার
বিমূর্ত তুমি থাকো বাস্তবের অনুভবে নিরাকার।
তাই বুঝি দেখি আমিই কেবল দেখে না তোমায় কেউ
নৈঃশব্দের এই বাঁশিতে তাই জাগে না ও- প্রাণে ঢেউ।
মাঝে মাঝে পড়েছিল যতি
তাতে তো নেভেনি জ্যোতি
হয়ত রাখিনি সব চিহ্ন
ভেবেছিলে তাই , হয়েছি ভিন্ন।
কষ্টের কলস কাঁখে আজও
হৃদয়ে তুমি এখনও বিরাজ
অভিধানে ঈর্ষার মানে যাইহোক
ভালোবাসায় ঈর্ষা জানি, হারানোর শোক
তোমার ঈর্ষা , আমার ঈর্ষা যোগফলে তো ভালবাসা
দূরে যত নিয়ে যায় আমায়, ততটাই কাছে চলে আসা।
২রা নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed