সেদিন সেই হেমন্তের বিকেলে
এক অদ্ভূত ইচ্ছে হয়েছিল আমার
ভাবছিলাম , দাঁড়াও যদি এসে সামনে আমার
কোন চিত্রশিল্পির প্রিয় মডেলের মতো
এঁকে যাবো, এঁকেই যাবো স্কেচ তোমার
একই ছবি আঁকবো বার বার , বহুবার ।
কিন্তু থামবার অবকাশই বা কই তোমার
চঞ্চল চিত্রা হরিণীর মতোই বিচিত্র ভঙ্গিতে
একগুচ্ছ সুন্দরী গাছের আড়ালে গিয়ে দাঁড়ালে
সুন্দরীদের ভিড় ঠেলে দেখলাম শুধু তোমাকেই
চাইলাম আঁকবো তোমায় ছবির একান্ত ফ্রেমে
ভেজাবো আমার ব্রাশখানি তোমারই কোমল প্রেমে।
যখনই চাই আঁকতে তোমায় মনের চিত্রপটে
কী জানি কী অনুমান করে পালাও গভীর বনে
স্বপ্নভঙ্গে দেখি কাগজটা রয়ে গেছে তেমনি শ্বেত-শুভ্র
যেমনটি ছিল তোমাকে দেখার আগে ।
বদলালো কী রঙ তোমারও শারদ আকাশের মতো
যেটুকু ছিল বর্তমান, তার সবটুকুই কী এখন বিগত।
হেমন্তের পাতার মতো আসন্ন শীতে ঝরে যাবো আমিও
বেলা শেষের এই অনুভব জানে অন্তর, অতএব অন্তর্যামীও
১লা নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed