রোদন-ভরা রোহিঙ্গা হৃদয়

বল নারে আমায়, বলবি না !
ভালোবাসার সাগরে যে ভাসালি আমায়
তারপর তো আর দেখি না তোকে।
কোথায় চলে গেলি অকস্মাৎ
আকাশ থেকে যে খসে গেলি তারার মতো
আর বুঝিসতো, আমি রয়ে গেলাম অনন্ত অন্ধকারে।

মনে পড়ে না তোর
একত্রে কবিতা পাঠ অনুষ্ঠানে আয়োজনে
কখনও একাকী কোন নির্জন দুপুরে
টিএসসির লাল পিলারে পিঠ ঠেকিয়ে বসলি তুই ‘
নিম্ন স্বরে সুরের গুঞ্জন তখন তোর
উচ্চস্বরে আমার কবিতা পাঠ, পাতা উল্টানো বার বার।

পাতা উল্টালি তুইও কিন্তু
কবিতার মতো যে জীবনের বিশাল পাতা
উল্টে দিলি সবেগে মূহুর্তের আবেগে
জীবনটা আমার তখন টলমলে জল
কচুপাতার প্রশ্রয়েই ছিল এতদিন
এখন ভাসমান রোদন-ভরা রোহিঙ্গার মতো।

তোর আশ্রয়ের আশায় থেকে যায় আমার শুণ্য হৃদয় বরাবর
জানি আমি ভেসেই যাবো ভাসান চরে, তুই-ই যখন করলি পর।

৩০শে অক্টোবর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *