সেদিন সেই এক আনন্দ মিছিলের
নের্তৃত্বে ছিলে যখন তুমি
পেছনের সারিতে দাঁড়ানো এই আমি
আড়ালে -আবডালে দেখেছি তোমায়
কৈশোরিক ভয় ও ভালোবাসার এক সংমিশ্রণে
হৃদয়টা মুষড়ে উঠেছে বার বার
বিপরীত মেরুতেই তাই বরাবর থেকে যাওয়া
পাওয়া না-পাওয়ার কথা নয় , নিত্যদিনেরই চাওয়া ।
শারদ মেঘে ভরা আকাশ থেকে এক মুঠো নীল নিয়ে
ভালোবাসাকে করবো আরও গভীর ও বিস্তৃত
অথবা নিজেই হয়ে যাবো আশ্চর্য বেদনায় নীল
এমন সব বিকল্প আমাকে করে মাঝে মাঝেই অস্থিরচিত্ত।
হঠাৎ দেখা আলোর ঝলকানির মতোই তুমি ছিলে
এতটাই উচ্ছল যে ভুল করেও দেখোনি আমার চোখের জল
না না ছিল কেবল আনন্দাশ্রু, কাঁদিনি আমি এক ফোঁটাও,
বলেছি কেবল এমনি করে শুষ্ক বাগানে ফুল ফোটাও।
টুকরো টুকরো শব্দদের সমন্বয়ে যখন কবিতা হয় সম্পন্ন
দেখি অবাক বিস্ময়ে কবিতা কই , সেতো তুমি, কেবল তুমিই
তোমার দেহের ভাঁজে ভাঁজে শব্দরা অকস্মাৎ হয়ে ওঠে সবাক
কথারা বাগ্ময় হয়ে যায় তোমার চঞ্চল চোখের অঞ্চল জুড়ে
অথবা রঙিন ঠোঁটেরা যতটা সোচ্চার, ততটাই সক্রিয় অনুক্ষণ
জনারণ্য থেকে খুঁজে পেতে তোমায়, তাই বেগ পাইনি একেবারেই ।
সে দিনের সেই মিছিলে ছিল তোমার অসংখ্য অনুগামিও
গানের ও শ্লোগানের শব্দে ছিলাম প্রান্তিক পথহারা এই আমিও
২২শে অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed