মহড়া কি ছিল কেবল অনুষ্ঠানের
ভালোবাসারওতো মহড়া হয়ে গেল বুঝি
সেদিন সেই একান্ত সন্ধ্যায়,
যখন নিজেরই অজান্তে অকষ্মাৎ
অরণি এলো অরিন্দমের একেবারে কাছে ।
নিঃশ্বাসের উষ্ণতায় বিশ্বাসের অনুভবেরা
হঠাৎ উপচে পড়লো অরণির নীলাঞ্জনে ।
নেশাগ্রস্ত নয়নে প্রেমের নিশ্চিত ইঙ্গিত ছিল সেদিন
ঠিক ততটাই যতটা সঙ্গীত ছিল প্রাণেও ।
তবু্ও থমকে গিয়েছিল, সেদিন অরণি-অরিন্দম উভয়ই ।
থমকে যাওয়া সেই অনামিক অনুভূতি
এখনও কী তাদের হৃদয়ে দেয় না দোলা
এখনও কী সঙ্গীতের ইঙ্গিতে তারা , হয় না ক’ দিশেহারা ?
এখনও তো চলে মনের অন্তরালে মহড়া অহরহ ।
অরিন্দম অবাক হয়ে দাঁড়ায় আয়নার সামনে
দেখে নেয় নিজেকে আপাদমস্তক , নিজেরই অন্তর্দ্বন্দ্ব
কেন ফিরে এসেছিল তবে সেই উষ্ণ আবেশ থেকে সেদিন
কেন আলতো চুম্বনে ভ’রে দেয়নি অরণির গোলাপি ঠোঁট
কেন আশ্বাসের নিঃশ্বাসে আকুল করেনি তার ব্যাকল হৃদয়টি
অন্তত আলিঙ্গনের উষ্ণতায় ভরাতো যদি প্রাণ তার!
অনুশোচনা ভরা মন নিয়েই অরণি-অরিন্দমের প্রত্যহই এই বসবাস
স্মৃতিগুলো কখনও বেদনার পূর্বাভাস, কখনও ভালোবাসারই আভাষ
প্রেম কি তবে রয়ে গেল মহড়ার মোড়কেই চির বন্দি
জীবন -নাট্যে হবে কি কখনও অরণি-অরিন্দমের সন্ধি।
১৭ই অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed