মা*

সেই আদি ও অকৃত্রিম শব্দ
সেই ব্যঞ্জন ও স্বরবর্ণের সমন্বয়
সেই আমার প্রথম শেখা শব্দ , মা
সেই আমার প্রথম ভালবাসা, মা
সেই আমার আশ্রয় -প্রশ্রয়ের মা
সেই সাশ্রয়ের সংসারের মা
সেই আমার মান অভিমানের মা
সেই আমার শক্তি ও সাহসের মা
অভিবাদন তোমাকে , মা।

দূর্গতিনাশিনী দূর্গায় দেখি আমার মা
মহিষমোর্দিনি দূর্গায় দেখি আমার মা
পঙ্কজ হাতে দেখি প্রতিশ্রুতিময় মা
সুদর্শন চক্রে দেখি সর্ব সক্ষম এক মা
অসি হাতে দেখি মসমিয় এক মা
বিদ্যূতের চমকে দেখি এক মা
বিদ্যার আধারেও দেখি সেই মা
প্রত্যাশার পূর্ণতায় দেখি এক মা।
অভিবাদন তোমাকে মা ।

অথচ কী আশ্চর্য , তোমারই অর্চনায়
বঞ্চিত বহু নারী কূল
মহালয়ার তর্পনের দর্পনে দেখি
নারীরা নেই কোথাও, ছিল না কস্মিনকালেও
পূজা পার্বনে নারীরা কেন প্রান্তিক প্রত্যহই
কেন সিঁদুর খেলায় পরিত্যক্ত হন বিধবারা
কেন অব্যক্ত বেদনারা তার মূষড়ে মরে মনের গহীনে
কেন দূর্গার অর্চনায়ও থেকে যান দূরাগত নারীরা ।
তবু বলবো অভিবাদন তোমাকে মা ।

কিংবদন্তী থেকে ইতিহাস অবধি যে সব নারী
আমিনা, খাদিজা , ফাতিমারা কই আজ
কোথায় আজ দূর্গা , স্বরস্বতি, শ্যামারা সব
মমতাময়ী সেই মেরি মাতাকেও তো দেখিনে আজ
এঁদেরই উত্তরসুরী নারীরা আজও বঞ্চিত থাকেন
ইতিহাসে সঞ্চিত এ সব সব নারীর প্রত্যাশা থেকে
তাই দংশিত বিবেক নিয়ে উপস্থিত হই পুজা পার্বণে
প্রার্থনা একটাই প্রতীকে নয় , প্রত্যয়ে নারীরা থাকুন অগ্রযাত্রী ।
অভিবাদন তোমাকেই মা

মূর্তি পুজার এ প্রহর থেকে মাতৃপুজার হোক উদয়
সকল মাতা-কন্যা-ভগিনীদের হোক নিশ্চিত বিজয়

•সম্প্রতি সোমা বোসের একটি লেখায় উদ্বুদ্ধ হয়ে লেখা এই কবিতা

১৪ই অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *