ভালোবাসার সেকাল, একাল

সেতো কবে কার কথা ….
তখনও শাহবাগ মোড়ের ফোয়ারাটা ছিল সচল
তখনও হুড খোলা রিকশায় হাওয়ারা ছুঁয়ে যেতো
যখন-তখন চঞ্চল চুলগুলো তোমার ।
রমনার মাঠেতে দৌড়োতো বাজির ঘোড়ারা সব
কালী মন্দিরের কোল ঘেঁষে ছিল স্বচ্ছ পুকুরের জল।
তখনতো ভালো লাগা সহসা হয়ে যেত ভালোবাসায় রূপান্তরিত
প্রেম হয়ে যেতো পেলব অনুভবে বিগলিত রমনার লেকে।

তখন তো ভালবাসা, বাসেনি বাসা গুগুল-রেখার অভ্যন্তরে
লেজার বইয়ের মতো, ফেইসবুকে খোলেনি কোন বেহিসেবি আকাউন্ট
যে তারা লাভ ক্ষতির হিসেব নিয়ে ব্যতিব্যস্ত থাকবে উদয়াস্ত ।
সত্যিকারের বইয়ে পাতার ভাঁজে পত্র- পাঠানোর উত্তেজনায়
তখন কাটতো নির্ঘুম রাত , অথবা স্বপ্নের সত্য হওয়ার আশালতা।
বৈদ্যূতিন অ্যালবামে তোমাকে দেখার ছিল না কোন আয়োজন
বরঞ্চ তোমার চোখে চোখ রেখে, অনর্গল নিঃশ্বাসের শব্দ শুনে যাওয়া
আশ্বাসের বিশ্বাসে প্রতিনিয়ত নিজেরও নিঃশ্বাস নেওয়া ঘন ঘন ।

এখনতো মুঠোফোনের কৃপায় মুঠো মুঠো ভালবাসারা সব
খই ফোটানো কথা ছড়িয়ে যায় , বাতাসের নানান তরঙ্গে
ফ্রেমে বন্দী প্রেম এখন চলে অন্য এক ভার্চুয়াল ভণিতায়
গভীরতা নয়, সংখ্যাই বিচার করে , সাফল্য ভালবাসার আজকাল
বাসা বাঁধার ইচ্ছেতে ভালবাসার পূর্ণতার প্রত্যাশা নয়
কানা-মাছি ভোঁ ভোঁ , যাকে পাবি তাকে ছোঁ বলে প্রত্যহই এ পদক্ষেপন ।
ইন-বক্সের আয়তনেই প্রেমের অপ্রত্যাশিত প্রকাশ
ইন-বক্সের আয়তনেই হায় প্রেমের অকাল প্রয়াণ ।

রমনা-লেকের জলে এখন জীবাণুদের আধিপত্য এবং দূষণ
ভালোবাসা এখন ডুবে যা্ওয়া লাশ, বড়জোর প্রদর্শনীর ভূষণ।

১২ই অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *