ঝলসে ওঠা, শব্দরা সব

ঝুট ঝামেলার ঝড়েই ভাঙ্গে
কল্পতরুর গাছ
লাগবে আগুন ভাবছি যখন
তখন কেবল আঁচ ।
কুট-কাচালির কর্মযজ্ঞে
থাকবে কেবল অজ্ঞ
কোট-কাছারির তর্কে তর্কে
সবাই এখন প্রাজ্ঞ ।
ডিজিট গোণার সাহস না পাই
তবু আমি ডিজিটাল
যুক্তিবিহীন উক্তি করি
লোকে বলে ক্রিটিকাল।
ইউনিভার্সিটির আঙিনায় পা ফেলেছি
দু একবার
তাতেই নাকি গ্র্যাজুয়েট আমি
বলে বেড়াই বহুবার।
অহংকারের অলংকারে সেজে থাকি
সকাল-সাঁঝ
গর্বে আমার পা পড়ে না
মাটিতে যে বড্ড ঝাঁজ।
নিরাপদ নইতো আমি
তাই পাছে আমার অজ্ঞতা
ধরিয়ে দেবে আমায় যদি
ভয়ে ভয়ের অভিজ্ঞতা।
সুরের বালাই নেই কো’ গলায়
দিন রাত্তির গান গাই
চাটুকরের চটুল কথায়
উদ্যমী উৎসাহ পাই।
বাড়াবো না আর তালিকা
প্রত্যহ এই ব্যর্থতার
শব্দগুলো ঝলসে উঠুক
নানাবিধ দ্ব্যর্থতার।

১০ই অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *