খোঁজ : কোলাজ চিত্রে
আনিস আহমেদ
এই রোদ্দুর এই মেঘ
কখনও মন্থর কখনও বেগ
এমনি ভাবে জীবন-যাত্রা
এমনি বাড়ে জীবনের মাত্রা ।
প্রেমে প্রার্থনায় খুঁজি অহরহ
কখনও মিলন, কখনও বিরহ।
অঝোর ধারায় কখনও বৃষ্টি
কখনও স্রষ্টা , কখনও সৃষ্টি…
সবই হয়ে যায় একাকার আজ
প্রজা এই আমি, তোমারই রাজ।
ঐ যে কাব্য, ঐ যে গান
প্রেমের নেশায় মদ্যপান
আনন্দ যে গানের সুরে
জাগিয়ে তোলে অন্তঃপুরে
সে কথা কেউ জানেনাতো
মনে মনে বিগলিত
আড়াল থেকে মুচকি হেসে
দেখেন যিনি ভালোবেসে
তাঁকেই খুঁজি সাতসকালে
আটকে থাকি মায়ার জালে ।
কখনও খুঁজি ধর্মে ধর্মে
কখনও থাকো মনুষ্য কর্মে ।
কখনও থাকো ধূসর হা্ওয়ায়
কখনও কেবল আসা যা্ওয়ায়
কখনও দেখি সবুজ পাতায়
আবার কখনও কবির খাতায়
মসজিদের মিনারে যতটা
মন্দিরের চূড়ায়ও ততটা
প্যাগোডা কিংবা গির্জা ঘরে
নীরবে শুনি কিংবা স্বরে।
কবে জানি পাবো দেখা
ঘুঁচবে তখন একা থাকা।
৭ই অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed