আগে জীবন থেকে নেওয়া হতো টুকরো টুকরো উপমাদের
তারা কবিতাকে দিতো উষ্ণতা অনন্য
এখন উপমাদের সমাবেশে নির্মাণ করি জীবনের মূহুর্তগুলো
ঊষ্ণতা দেয় জীবনকে তারা, জীবনেরই জন্য ।
আগে জীবন থেকে নেওয়া সোনালী রঙের ছোঁয়া পেতো
ফ্রেমে বাঁধানো চিত্ররা সব
এখন ফ্রেম থেকে তুলে আনি ছোপ ছোপ সোনালী আভা
জীবনকে করি রঙিন এবং সরব।
আগে হার মানতো না হারমোনিয়ামের বেয়ারা রীডগুলো
গেয়ে যেতাম কারণে অকারণে সুখ-সঙ্গীত ।
এখন সুরগুলো এনে গোপনে বসাই নিজেরই ভাঙ্গা কন্ঠে
কখনো সখনো রেখে যাই তাই তেমনই কিছু ইঙ্গিত ।
আগের বর্তমানগুলো, বর্তমানের অতীত হয়ে আছে ইতিহাসে
সেখান থেকেই কুড়িয়ে আনি টুকরো সুখস্মৃতি
এখনকার বর্তমানে যুক্ত হয় সে সব দিনের কথা ও কাহিনী
অবশিষ্ট যা কিছু বর্তমানে তার অনেকটাই ভীতি।
১লা অক্টোবর ২০১৮ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed