প্রোফাইল পিকচারে প্রচ্ছন্ন প্রতিবাদ

বিস্ময়ে বিমুগ্ধ হয়ে দেখলাম
বহুদিন পর সে পাল্টে দিল তার প্রোফাইল পিকচারটা
আরোপিত এক মিথ্যে মুখোশের আড়াল থেকে
বেরিয়ে এলো পূত-পবিত্র সত্য-কথা, হয়ত অনেক কষ্ট কথাও।
মিথ্যেকে সত্য ভেবে সেদিন সে
কল্পনার যে ফানুস উড়িয়েছিল জীবনের এক রোদেলা আকাশে
চুপিসারেই চুপসে গেল ফানুস
আকাশও ভ’রে গেল ঘন কালো মেঘের সম্ভাবনাহীন ঘনঘটায় ।
মেঘ তো নিয়তি নয় কখনও কারও
ঝরতেই হবে বৃষ্টির প্রশান্ত ধারা , নইলে আসবে কখন অবশম্ভাবী সূর্য-সত্য।

সব ছবিই যে মনের কথা বলে
তেমন তো নয় অবয়বপত্রের সব ক’টা সাজানো অ্যালবামে
অনুভূতির ফটো শপিং এ
ফোটায় শুধু রাশি রাশি সুবাসবিহীন ফুল, কাঁটারা থাকে আড়ালে আবডালে
বেদনায় বিক্ষত হয়ে
একদা সে সযত্নে লুকোতো তার আঘাতে জর্জরিত দেহ এবং হৃদয় উভয়ই ।
এখন সে প্রতিবাদি এক নারী
নিমগ্ন নয়নের নিজস্বীতেও দেখি, জ্বলে বিশ্বাসের অবিচলিত চিত্র
অপূর্ণ এক স্বপ্ন পুরণের সাধ
জেগে আছে হয়ত নোয়ানো ঐ নয়নে, ফেরানো চোখ দুঃখ-ভরা দুঃস্বপ্ন থেকে ।

নিজস্বীর এই প্রতীকি প্রতিবাদে
ফিরে আসে সে নিজের মধ্যেই আবার, প্রত্যাখ্যান করে সব অনুভূতি যা ছিল তার বৈরি
হয়ে ওঠে যেন প্রতিনিধি এক
সেই নারীদের যারা বেরিয়ে আসে স্বপ্ন ভাঙ্গার খোয়াড় থেকে, করে নিজেই নিজের স্বপ্ন তৈরি।

২৩শে সেপ্টেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড।
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *