কেবল কবিতার জন্য

ইদানিং কবিতার শব্দগুলো ঢেউ হয়ে
আছড়ে পড়ে না কেন কখনও কোন কূলে
কেন বন্ধ্যা হয়ে যান কবিও আজকাল
অকষ্মাৎ এই মরুময় মর্ত্যে
এ রকম প্রশ্নে ভরে যায় ইন-বক্সগুলো ইদানিং
কেউ কেউ আবার নীরবেই থাকেন প্রতীক্ষারত ।

কবিতার জন্য প্রয়োজন মসৃণ একটা পথ
যানজটের জটিলতায় যেন না হারায় গন্তব্য সে
কবিতার জন্য প্রয়োজন নিরাপদ সড়ক
রক্তে যেন না ভিজে কষ্টের শব্দরা কখনও।
কবিতার জন্য প্রয়োজন প্রশান্ত পৃথিবী আজ
ফিলিস্তিনি বালকেরা যেন শিকার না হয় , ইসরাইলি গোলার

কবিতার জন্য আরও প্রয়োজন নিশ্ছিদ্র নিরাপদ এক খন্ড ভুমি
রাখাইনে রক্ষিত রোহিঙ্গাদের স্বপ্ন
কবিতার জন্য আরও প্রয়োজন অহিংস এক রাজবংশ
ইয়েমেনি শিশুরা যেন না হয় খুন সৌদি উস্মার কবলে
কবিতার জন্য আরও প্রয়োজন কৌশলী রাজনীতির অবসান
মানুষ যেন গেয়ে ওঠে মানুষেরই জয়গান ।

কবিতার জন্য প্রয়োজন এক খন্ড অখন্ড আকাশ
যেখানে মেঘেদের আড়াল করে আলোক রাশি রাশি
কবিতার জন্য প্রয়োজন সুর ও শব্দের এক সমন্বয়
যেখানে অনন্তকাল ধরে বাজে মিলনের সুরে বাঁশি ।

৩রা সেপ্টেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড।
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *