বৈরি বাতাসও নেভাতে পারেনি প্রাণের প্রদীপ শিখা
মশাল হয়ে জ্বলে থাকে সে আঁধার রাতের দিশা
সন্ধ্যা আকাশে সূয্যি যখন অকষ্মাৎ দেয় ডুব
তখনই তোমার নৃত্য দেখি আনন্দ জাগে খুব।
হতাশায় হতবাক হওয়া বিশ্ব যখন হয় নিথর
তুমিই তখন নিয়ে আসো আলোক শিখায় বর।
সুরে ও শব্দে পূর্ণ যখন প্রাণের পেয়ালা আমার
আনন্দেরই অনুভবে যুক্ত তখন শিখা তোমার
পুড়িয়ে দেবার শঙ্কা নয় গো, জাগিয়ে দেয়ার ডঙ্কা বাজে
তাইতো দেখি আলোর স্ফুরণ এমন গভীর আঁধার মাঝে।
কোলাহলের হাস্যোচ্ছলে যুক্ত থাকো আড়াল থেকে
সময় তখন যায় বয়ে যায় আনন্দেরই বাণ ডেকে ।
গভীর বনের অন্তরালে থোকায় থোকায় সবুজ থাকে
কিংবা যদি সন্ধ্যে বেলায় জোনাক জ্বলে , ঝিঁঝিঁ ডাকে
তোমার দীপের আলোটুকু , আমার প্রাণে আলো জ্বালায়
কাঁটা যতই থাকুক পথে , কুসুম আমি ভরবো থালায়
অন্তবিহীন তোমার আলো , প্রাণে আমার জাগায় আশা
বাক্যবিহীন প্রত্যাশা এই খুঁজে নেবো ভালোবাসা।
প্রদীপ শিখা প্রতীক কেবল , অন্তরালে স্রষ্টা হাসেন
পুজো আমার পুর্ণ হয় আজ, তিনিই কেবল ভালোবাসেন।
১৮ই আগস্ট ২০১৮, ম্যারিল্যান্ড।
Copyright @ Anis Ahmed
• Farzana Musawwir Dipa র ডেক’এ বসে এক বিরল অনুভূতি