অব্যক্ত শব্দরা আজকাল কষ্টের কথা বলে কেবল
অব্যক্ত কষ্টরা শব্দদের খোঁজে বার বার
শব্দতে কষ্টতে হয়না কোন সমীকরণ
শব্দে কষ্টে মিলে কেবল শব্দেরই অনুরণন ।
অদৃশ্য অক্ষরেরা আজকাল কষ্টের কথা বলে কেবল
অদৃশ্য কষ্টরা অক্ষরদের আশ্রয় খোঁজে বার বার
অক্ষরতে কষ্টতে হয় না কোন মিল
ব্যর্থতার ব্যথায় হই বার বার নীল।
নীরব সঙ্গীতেরা শুধু কষ্টের গান গেয়ে যায়
কষ্টরা সব পেতে চায় সুরের নাগাল
কষ্টতে সঙ্গীতে বাজে না অভিন্ন সুর
ভালোবাসার আশা থেকে যায় সুদূর।
কাহিনীর শুরু যেখানে , সেখানেই হয়ে যায় শেষ
শুরুটা খোঁজে পরিণত এক পরিণতি
শুরুতে শেষে মেলানো যায় না কাহিনী
ব্যথার বাগানে নিত্যই ফোটে কুসুম-কামিণী।
১০ই আগস্ট ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed